Tuesday, January 2, 2018

ভালোবাসা শুধুই ভালোবাসা / মিনারা আক্তার মুন্নী।

ভালোবাসা শুধুই ভালোবাসা ড. মোহাম্মদ আমীন-এর লেখা একটি গল্পগ্রন্থ।
ভালোবাসার চেয়ে শক্তিশালী এবং কার্যকর বিষয় আর নেই।
এটি দিয়ে সব কাজ করা যায়।
পৃথিবীতে  হৃদয়ভিত্তিক বা মনোবৃত্তিক যত বিষয় আছে তন্মধ্যে
ভালোবাসাই হচ্ছে শ্রেষ্ঠ।
ভালোবাসার জন্য পৃথিবী, ভালোবাসার জন্য ধর্ম, রাষ্ট্র, সংসার, পরিবার
সন্তান, জীবন, চাকরি, অর্থ- এককথায় সবকিছু।
পিতামাতা সন্তানের জন্য জীবন পর্যন্ত দিতে কুণ্ঠিত হন না।
এর  মূলেও রয়েছে ভালোবাসা। সবকিছুর মুলেই রয়েছে ভালোবাসা।
তবু আমরা মাঝে মাঝে কারণে অকারণে ভালোবাসাকে ভুলে
গিয়ে এমন কাজ করে বসি, যা ভালোবাসার বিপরীত।
অথচ ভালোবাসার জন্যই এমন করা হয়। যা হিতে বিপরীত অবস্থার সৃষ্টি করে।
শিশুদের পড়ানোর কিংবা দুষ্টোমি রোধের জন্য অনেক  পিতামাতা শিশুদের
শারীরিক ও মানসিক কষ্ট দিয়ে থাকেন। নানাভাবে তাদের মনে যন্ত্রণা দিয়ে থাকেন।
 কেন এমন  করেন? ভালোবাসার জন্য,  ছেলেমেয়ের ভালোর জন্য। তারা যাতে ভালো হয় সেজন্য
এভাবে শিশুদের যন্ত্রণা দিয়ে থাকেন।
কিন্তু এভাবে ভালো করতে গিয়ে শিশুকে যে শারীরিক ও মানসিক  যন্ত্রণা  দেওয়া হয়
তার পরিণতি হয় ভয়াবহ। এমন করলে শিশু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পাগল হয়ে যায়।
 স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। শিশু ক্রমে ক্রমে উগ্র হয়ে ওঠে। পিতামাতার চরম অবাধ্য হয়ে যায়।
অনেকে বিপথে পা বাড়ায়। গৃহত্যাগ করে, নিজেকে  অপ্রয়োজনীয় ভেবে আত্মহত্যা পর্যন্ত করে বসে।
এমন শারীরিক ও মানসিক শাসন   শিশুদের কত ভয়ঙ্কর এবং ক্ষতিকর,
তা যদি সামান্যও পিতামাতা জানতেন তাহলে কখনো এমন শারীরিক বা মানসিক শাসন করতেন না।
অমন শাসন করার চিন্তাও করতেন না।
তাহলে শিশুকে কীভাবে লেখাপড়ায় মন বসানো যায় কিংবা কীভাবে অবাধ্য শিশুকে বাধ্য করা যায়

কীভাবে তাদের দুষ্ট মনে সুষ্ঠতার সৃজন করা যায়?
সহজে এবং খুব সহজে ভালোবাসা দিয়ে যে কোনো অবাধ্য শিশুকে  কোনোরূপ
শারীরিক ও মানসিক শাস্তি না দিয়েও তাকে  বাধ্য করা যায়, সুবোধ করে তোলা যায়।
ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে, লেখাপড়ায় সবচেয়ে অমনোযোগী শিশুটিকেও
সবচেয়ে মনযোগী শিশুতে পরিণত করা যায়।
এই ভালোবাসা কীভাবে দেওয়া যাবে?
তা জানার জন্য
ড. মোহাম্মদ আমীনের (১)  ভালোবাসা শুধুই ভালোবাসা  এবং  (২) তিনে দুয়ে দশ   
গ্রন্থটি আপনার অবশ্যই পড়া প্রয়োজন। পড়ানো প্রয়োজন আপনার শিশুকে।
শিশুকিশোরদের উপযোগী সহজ সরল ভাষায় লেখা বই দুটির একটি ছোটো গল্প এবং অন্যটি উপন্যাস।
অতি সুললিত ভাষায় লেখা বই দুটি পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না।
দাম বেশি নয়। মাত্র ১২০ টাকা।  কমিশন বাদ দিলে মাত্র ১০০ টাকা।
পাবেন : অমর একুশে গ্রন্থমেলায় পুথিনিলয় এর স্টলে।
বইটির লেখক : ড. মোহাম্মদ আমীন।

No comments:

Post a Comment