Tuesday, January 2, 2018

তিনে দুয়ে দশ / মহুয়া অদ্রি

তিনে দুয়ে দশ ড. মোহাম্মদ আমীনের লেখা একটি কিশোর উপন্যাস।

এই বইয়ের সংক্ষিপ্তসার প্রকাশিত হবার পর ফেসবুকে আলোড়ন
সৃষ্টি হয়েছিল।
তিন আর দুই যোগ করলে হয়ে পাঁচ এবং গুণ করলে হয় ছয়। 
কিন্তু দশ কীভাবে হয়? 
আসলেই কী তিনে দুয়ে গুণ করলে বা যোগ করলে দশ হয়? 
 কেউ যদি আমাকে এমন প্রশ্ন করে আমি অবাক হয়ে বলল : হয় না।
 সাধারণভাবে সবাই একই উত্তর দেবে : হয় না।
কিন্তু হয়।
কেমনভাবে হয়? 
এটি জানার জন্য  পড়তে ড. মোহাম্মদ আমীনের লেখা কিশোর উপন্যাস
‘তিনে দুয়ে দশ’ পড়া আবশ্যক। ওই বইয়ে লেখক কিশোরদের জন্য এমন
একটি সূত্র দিয়েছেন, যে সুত্রে কোনো বিষয়কে দ্বিগুণ  করে ফেলা যায়।
যেমন : ৩+২ =৫ কিন্তু লেখক দেখিয়েছেন ৩+ =১০।
কীভাবে হলো, তা এখন বুঝতে না পারলেও বইটি পড়ার পর বোঝা যাবে।
তবে বইটি  এই মুহূর্তে পাবেন না। 
ফেব্রুয়ারির অমর একুশে গ্রন্থমেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পাওয়া যাবে, অমর একুশে গ্রন্থমেলার ‘পুথিনিলয়’ এর স্টলে।

No comments:

Post a Comment