Friday, January 5, 2018

ভালোবাসা শুধুই ভালোবাসা / মহুয়া অদ্রি

 ড. মোহাম্মদ আমীন বাংলা সাহিত্যের একজন লেখক। তিনি একাধারে সাহিত্যিক, ইতিহাসবেত্তা, জীবনীকার, গবেষক এবং ব্যাকরণবিদ। ইতোমধ্যে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৩১। এই বছর (২০১৮ খ্রিষ্টাব্দ) অমর একুশে গ্রন্থমেলায় তার নতুন বই আসছে ১৫টি।বইগুলির তালিকা নিচে দেওয়া হলো।

১. অর্হণা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
২. তিনে দুয়ে দশ, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৩. ভালোবাসা শুধুই ভালোবাসা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৪. বাঙালির বাংলা হাসি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৫. বড়ো হুজুর ও বরুমতির মেলা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৬.বাংলা আমার ভালো নেই, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৭. চর্যাপদের উৎসভূমি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৮. বিচিন্ত কথন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৯. গুরমিত রাম রহিম সিং ও ভারতীয় ধর্মগুরুদের কীর্তিকলাপ, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
১০. বাংলাদেশের জেলা উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস, শোভা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১১. ওরা এগার জন, শোভা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১৩. জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প, শোভা প্রকাশনী, বাংলাবাজার।
১৪. নোবেল বিজয়ী সাহিত্যিক (১৯০১২০১৭), শিখা প্রকাশনী, বাংলাবাজার।
১৫. সময়ের শ্রেষ্ঠ মনীষী, হাওলাদার প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।

এরমধ্যে কয়েকটি বইয়ের পান্ডুলিপি পড়ার সৌভাগ্য আমার হয়েছে। যে পাণ্ডুলিপিটি পড়ে আমি বিস্ময়ে অভিভূত হয়েছি সেটি হচ্ছে ‘ভালোবাসা শুধুই ভালোবাসা’। খুব সহজ, প্রাঞ্জল, বোধগম্য এবং সরল ভাষায় লেখা বইটির
প্রত্যেকটি লাইন যেন এক একটি আকর্ষণ। এটি একটি গল্পগ্রন্থ। প্রত্যেকটি গল্প জীবনবোধে উদ্দীপ্ত বাস্তবতার নিরেট পরিবেশনায় চয়িত। মূলত জীবন এবং ভালোবাসাই গ্রন্থটির মূল বিষয়। বাস্তব জীবনে ভালোবাসা কত কার্যকর তা বইটি পড়লে জানা যায়। ভালোবাসা দিয়ে কী না করা যায়! লেখক গ্রন্থটির গল্পে গল্পে তা প্রকাশ করেছেন। নিজ অভিজ্ঞতার ঘটনা দিয়ে চয়িত বইটি শিশুকিশোর এবং তাদের পিতামাতা সবার জন্য অবশ্যপাঠ্য। যারা শিশুদের যাতনায় অস্থির, লেখাপড়া করে না বলে আফশোস করেন, তারা এই বইটি নিয়ে পড়ে দেখতে পারেন। কীভাবে  ভালোবাসা দিয়ে সবচেয়ে খারাপ সন্তানটিকেও  শ্রেষ্ঠ করে তোলা যায়-- তা জানার জন্য বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে।

No comments:

Post a Comment