Saturday, January 6, 2018

অমর একুশে গ্রন্থমেলা ও ড. মোহাম্মদ আমীনের বই/ প্রমিতা দাস লাবণী।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৮
এই গ্রন্থমেলায় ড. মোহাম্মদ আমীনের নতুন বই :
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮
এই গ্রন্থমেলায় ড. মোহাম্মদ আমীনের নতুন বই :
১. অর্হণা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
২. তিনে দুয়ে দশ, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৩. ভালোবাসা শুধুই ভালোবাসা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৪. বাঙালির বাংলা হাসি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৫. বড়ো হুজুর ও বরুমতির মেলা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৬.বাংলা আমার ভালো নেই, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৭. চর্যাপদের উৎসভূমি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৮. বিচিন্ত কথন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৯. গুরমিত রাম রহিম সিং ও ভারতীয় ধর্মগুরুদের কীর্তিকলাপ, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
১০. বাংলাদেশের জেলা উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস, শোভা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১১. ওরা এগার জন, শোভা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১৩. জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প, শোভা প্রকাশনী, বাংলাবাজার।
১৪. নোবেল বিজয়ী সাহিত্যিক (১৯০১২০১৭), শিখা প্রকাশনী, বাংলাবাজার।
১৫. সময়ের শ্রেষ্ঠ মনীষী, হাওলাদার প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।

প্রাপ্তিস্থান : অমর একুশে গ্রন্থমেলায় (২০১৮) পুথিনিলয়, শোভা প্রকাশনী ও শিখা প্রকাশনীর স্টলে।সংশ্লিষ্ট লাইব্রেরির স্টল, রকমারি ডট কম এবং অভিজাত লাইব্রেরিতেও পাওয়া যাবে।
অর্হণা : অর্হণা, ড. মোহাম্মদ আমীন-এর লেখা একটি উপন্যাস। এটি নিয়ে হায়াৎ মামুদ লিখেছেন, অর্হণার পাণ্ডুলিপিটি, আমার বয়স ত্রিশ বছর কমিয়ে দিয়েছিল। পড়তে পড়তে আমি পৌঁছে গিয়েছিলাম বিংশ শতকের সত্তরের দশকে। আমার বর্তমান অবস্থানকে ভুলিয়ে দিয়েছিল উপন্যাসটির বৈচিত্র্যময় পরম্পরা। এমন অলৌকিক কাণ্ড যে উপন্যাস ঘটাতে পারে, সেটি কত আকর্ষণীয় এবং আত্মহরি হতে পারে তা সহজে অনুমেয়। আমি ২০১৭ খ্রিষ্টাব্দে আমি যত পাণ্ডুলিপি পড়েছি, তন্মধ্যে ‘অর্হণা’ যে কোনো বিবেচনায় নিঃসন্দেহে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের অনেকগুলি কারণ আছে। আগে একটা বলেছি। আমি মনে করি, অর্হণা’ যিনিই পড়বেন, তাঁর কাছেই ভালো লাগবে, অভিভূত হবেন কারুময় সৌন্দর্য। এটি অর্হণা’র পাণ্ডুলিপিটাকে শ্রেষ্ঠ মনে হওয়ার অন্যতম কারণ। 

ঘটনা, খ্যাতিমান চরিত্রবর্গ, চরিত্রসমূহের সরব উপস্থিতি, রাজসিক আলোচনায় সর্বজনীন হিত, সাড়ম্বর দৃশ্যপট, দৃশ্যপটের মনোহর নৈসর্গিকতায় শহুরে বিমোহন, দলিতদের প্রতি মমতা, কিছু স্পর্শকাতর সম্পর্ক, হৃদয় আলোড়িত কথোপকথন, বুদ্ধিমত্তার অপূর্ব নিদর্শনপ্রসূত দার্শনিক উপলব্ধি, মনোবৃত্তিক উদারতায় হৃদয়ভিত্তিক জটিলতার স্বরূপ, প্রেম-ভালোবাসার নতুন দৃষ্টিভঙ্গি এবং শিউরে তোলা পরিঘটনার পথ ধরে এগিয়ে যাওয়া ঘটনাপ্রবাহ প্রভৃতি আমাকে প্রবলভাবে মুগ্ধ করেছে।অর্হণা যিনিই পড়ুন, মুগ্ধ হবেন, অভিভূত হবেন সোল্লাস প্রাপ্তির মাদকীয় ভাবনায়।
আমি কামনা করি বা না-ই করি, উপন্যাসটি যোগ্যতাবলে পাঠকের হৃদয়ে নিজের অাসনটি গেড়ে নিতে সক্ষম হবে। আমি মনে করি, কালক্রমে ড. মোহাম্মদ আমীনের অর্হণা’ বাংলা সাহিত্যের অর্হণা হয়ে সবার মনে সাড়া দিতে সক্ষম হবে।
 বড়ো হুজুর ও বরুমতির মেলা : একটি ভিন্নধর্মী উপন্যাস।  একজন শিশুকে ধর্মীয় কারণে তার পিতামহ কীভাবে নির্যতন করতেন, তার করুণ কাহিনি বইটিতে বিধৃত হয়েছে।

 ‘তিনে দুয়ে দশ’ ড. মোহাম্মদ আমীন-এর লেখা একটি অনবদ্য কিশোর উপন্যাস। কিশোরদের মনমানসিকতাকে আদর্শ চেতনায় জাগ্রত করতে হলে তাদের কেমন হতে হয়, সেটি ছাড়াও এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সমাজের কর্তব্য কী, তা অতি হৃদয়গ্রাহী ভাষায় অনুপম এক গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। লেখকের জীবন থেকে নেওয়া এই গ্রন্থটি প্রকাশ করেছে পুথিনিলয়। পাওয়া যাবে আগামী ২০১৮ খ্রিষ্টাব্দের অমর একুশে গ্রন্থমেলার পুথিনিলয় স্টলে। প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। শুধু উপন্যাসটি নয়, ভূমিকাও অনবদ্য। হায়ৎ মামুদের লেখা ভূমিকা পড়লে আপনার অনুভূতিতে অন্যরকম আলোড়ন সৃষ্টি হবে। এমন ভূমিকা আমি আর কখনো পড়িনি। দেখুন, কেমন বইটর ভূমিকা।

‘চর্যাপদের উৎসভূমি’ ড. মোহাম্মদ আমীন রচিত একটি গবেষণাগ্রন্থ। চর্যাপদ 
কোথায় বা কোনস্থানে রচিত হয়েছে, তা গ্রন্থের বিষয়বস্তু। আবিষ্কারের পর থেকে চর্যাপদের দাবি নিয়ে বিতর্কের শেষ নেই। বাংলা ছাড়াও আরো কয়েকটি ভাষাভাষী চর্যাকে নিজেদের ভাষার নিদর্শন বলে দাবি করেছেন। হিন্দিভাষীরাও চর্যাকে তাদের ভাষার নিদর্শন দাবি করেন। ড. মোহাম্মদ আমীন এসব দাবিকে চর্যাপদের গুরুত্ব পরিবর্ধক হিসেবে উল্লেখ করে বলেছেন, চর্যাপদকে একাধিক ভাষাভাষী নিজেদের ভাষার নিদর্শন দাবি করলেও চর্যা যে, বাংলার আদি নিদর্শন, এ দাবি নস্যাৎ হয়ে যায় না। বরং চর্যার গ্রহণযোগ্যতা ও গুরুত্ব আরো বৃদ্ধি পায়। চর্যাকে একাধিক ভাষাভাষী নিজেদের নির্দশন হিসেবে দাবি করতেই পারেন এবং তা ঐতিহাসিক কারণেই অযৌক্তিক নয়। এতে বরং বাংলা ভাষার গুরুত্ব আরো বেড়ে যায়।

তিনি এসব দাবি বিতর্কে না গিয়ে নতুন একটি বিষয়ের অবতারণা করেছেন। সেটি হচ্ছে, চর্যাগুলি কোথায় লিখিত হয়েছে? তিনি তৎকালীন রাজনীতিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কার্যক্রম, ধর্মীয় প্রেক্ষাপট, সাহিত্যচর্চার প্রকৃতি, চর্যারচনার অনুকূল স্থান প্রভৃতি থেকে ঐতিহাসিক ঘটনার পরম্পরা উল্লেখ করে প্রমাণ করেছেন যে, চর্যাপদ চট্টগ্রামে রচিত হয়েছে

বিচিন্ত কথন, ড. মোহাম্মদ আমীনের লেখা একটি প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ কত সরস, হৃদয়গ্রাহী ও পাঠসুখকর হতে পারে তা জানতে হলে বইটি অবশ্যই পড়া আবশ্যক। এটির প্রত্যেকটি লাইনকে পাঠক নিজের জীবনের সঙ্গে সহজে মিলিয়ে নিতে পারেন। গ্রহণ করতে পারেন বাণী হিসেবে। লেখক বইটির ভূমিকা যেটি লিখেছেন সেটি আরো হৃদয়গ্রাহী। 

  নোবেল বিজয়ী সাহিত্যিক (১৯০১-২০১৭) ড. মোহাম্মদ আমীনের একটি গবেষণাগ্রন্থ। ১৯০১ খ্রিষ্টাব্দ থেকে ২০১৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত যে সব লোক সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন, তাদের জীবনী, সাহিত্যকর্ম প্রভৃতি নানা বৈচিত্র্যময় তথ্যসহ তুলে ধরা হয়েছে। বইটির প্রকাশক শিখা প্রকাশনী।
১. অর্হণা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
২. তিনে দুয়ে দশ, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৩. ভালোবাসা শুধুই ভালোবাসা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৪. বাঙালির বাংলা হাসি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৫. বড়ো হুজুর ও বরুমতির মেলা, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৬.বাংলা আমার ভালো নেই, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৭. চর্যাপদের উৎসভূমি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৮. বিচিন্ত কথন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
৯. গুরমিত রাম রহিম সিং ও ভারতীয় ধর্মগুরুদের কীর্তিকলাপ, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
১০. বাংলাদেশের জেলা উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস, শোভা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১১. ওরা এগার জন, শোভা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
১৩. জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প, শোভা প্রকাশনী, বাংলাবাজার।
১৪. নোবেল বিজয়ী সাহিত্যিক (১৯০১২০১৭), শিখা প্রকাশনী, বাংলাবাজার।
১৫. সময়ের শ্রেষ্ঠ মনীষী, হাওলাদার প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
প্রাপ্তিস্থান : অমর একুশে গ্রন্থমেলায় (২০১৮) পুথিনিলয়, শোভা প্রকাশনী ও শিখা প্রকাশনীর স্টলে।সংশ্লিষ্ট লাইব্রেরির স্টল, রকমারি ডট কম এবং অভিজাত লাইব্রেরিতেও পাওয়া যাবে।

No comments:

Post a Comment