বাঙালির বাংলা হাসি ড. মোহাম্মদ আমীনের লেখা একই ব্যতিক্রমী বই। নামে বইটি কৌতুকের। কার্যকরণে এটি শুধু
কৌতুক নয়, কৌতুকের মাধ্যমে বাংলা শেখার জন্য রচিত একটি ব্যতিক্রমী বই। ব্যাকরণ জটিল এবং কাঠখোট্টা বলে একটা কথা প্রচলিত আছে। তাই অনেকে ব্যাকরণকে এড়িয়ে চলেন। বাংলা ব্যাকরণ নাকি আরো জটিল। আসলে বিষয়টি ব্যক্তির দৃষ্টিভঙ্গি, আগ্রহ এবং অনুশলীনের উপর নির্ভরশীল। কঠিন বলে অনেকে বাংলা ব্যাকরণ এড়িয়ে যান। ফলে মাতৃভাষাতেও প্রচুর ভুল করে বসেন। তবে, ব্যাকরণ যে রীতিবদ্ধ পঠন ও সূত্রবদ্ধ বর্ণন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ব্যাকরণ পাঠ অনেকের কাছে জটিল মনে হয়। কিন্তু লেখক এই বইটিতে বাংলা ভাষা, বানান ও ব্যাকরণ শেখার কাজটি হাস্যকৌতুকের মাধ্যমে অত্যন্ত সহজ ভাষায় উপস্থাপন করছেন।
কেউ যদি বাংলা ব্যাকরণ ও বাংলা বানান পড়ে হাসতে হাসতে উদ্বেল হয়ে যেতে চান শিক্ষার মাঝে, অভিভূত হয়ে পড়তে চান নতুনত্বের কলহাস্যে, বন্ধুদের মাঝে মধ্যমণি হয়ে থাকতে চান নির্মল হাসির আচ্ছাদনে, তাহলে ‘বাঙালির বাংলা হাসি’ বইটি পড়া প্রয়োজন। হাসির মাঝে শুদ্ধ বাংলা শিখে নিজেকে বিশুদ্ধ করার উত্তম বই এটি। অসাধারণ এই বইটি কৌতুকের রাজ্যে ভিন্ন আমেজ এনে দিয়েছে। বইটি পড়লে কী মজা পাবেন, কত হাসি আপনাকে হাসতে হবে, তা আমি এর পা-ুলিপি পড়ে অনুধাবন করেছি। গ্রন্থটির প্রতিটি কৌতুক যে হাস্যরস এবং শিক্ষা আমার মনে উচ্ছ্বলতা দিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। আমি গ্রন্থটির লেখক ড. মোহাম্মদ আমীনকে এমন একটি বইয়ের জন্য কৃতজ্ঞতা জানাই।
বইটির ভূমিকালেখনোত্তর পা-ুলিপি পড়ে আমি ইচ্ছেমতো হেসেছি, মানে হাসতে হয়েছে। পাঠকবৃন্দ, আমার দৃঢ়বিশ্বাস। আপনারও না- হেসে পারবেন না। বইটি পড়–ন, হাসুন আর বাংলা শিখুন। আশা করি ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। বইটির প্রকাশক, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা। পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায় ২০০-২০২ নম্বর স্টলে।
No comments:
Post a Comment