Saturday, January 27, 2018

জর্জ ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প / অধ্যাপক ড. টিআই চৌধুরী

বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্ব ভূমিকা অপরিসীম। পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যে দেশটি
প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যক্রম দ্বারা প্রভাবিত না হয়ে থাকতে পারে। পৃথিবীর নানা দেশে মার্কিন হস্তক্ষেপ বিষয়টিকে আরো গুরুত্ববহ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও মনে করে, পৃথিবীর সব দেশে তাদের প্রভাব বলয় থাকা চায়। এই প্রভাব বলয়ের মাধ্যমে দেশটি তাদের রাষ্ট্রীয় সমৃদ্ধিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন। এই লক্ষ্যে প্রতিষ্টার পর হতে এই পর্যন্ত যারাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, তাঁরা প্রত্যেকে কোনো না কোনোভাবে বিশ্বরাজনীতির পরিবলয়ে পুরো পৃথিবীর প্রত্যেক দেশে প্রথম ক্ষমতাধর প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, অনুরূপ চেষ্টা করেছেন এবং সহজে হতে না পারলে জোর করে প্রভাব প্রতিষ্ঠা করেছেন। কাজেই রাজনীতি, বৈশ্বি আর্থসামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় ব্যবস্থা, সাংস্কৃতিক পরিব্যাপন সামরিক শক্তি-সহ নানা কারণে সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যাপকভাবে পরিচিত এবং আলোচিত; কোথাও বা প্রশংসিত আবার কোথাও বা প্রণ্ডভাবে সমালোচিত। আমেরিকার রাজনীতিক সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিষয় হলেও তাদের প্রায় সিদ্ধান্ত বিশ^কে, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়শীল তুলনামূলকভাবে কম ক্ষমতাধর দেশগুলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বাংলাদেশের রাজনীতিতেও আমেরিকার ভূমিকা গুরুত্বপূর্ণ। বৈশ্বিক প্রভাবে আমেরিকা যত শক্তিশালী হচ্ছে, দেশটির প্রেসিডেন্টদের গুরুত্ব পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও তত বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে তাঁকে নিয়ে জানার কৌতুহলও প্রসারিত হচ্ছে। প্রায় সবাই মার্কিন প্রেসিডেন্ট জানা-অজানান নানা বিষয়ে জানার জন্য আগ্রহী। এই অবস্থায় বাংলাদেশের জনগণের মার্কিন প্রেসিডেন্ট প্রবল আগ্রহ পরিলক্ষিত হয়। বিশ^রাজনীতিকে প্রভাবিত করে বলে মার্কিন প্রেসিডেন্টের জীবনী আমাদের দেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতিক বলয়েও বেশ গুরুত্বপূর্ণ। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিয়ে সাধারণ্যের কৌতুল নিবৃত করার লক্ষ্যে জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সবার জীবনীকে বিষয়স্তু করে গ্রন্থটি রচনা করা হলো
এটি একটি গবেষণামূলক জীবিনী গ্রন্থ। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনী গ্রন্থটির মূল বিষয়বস্তু। আমেরিকার কোন প্রেসিডেন্ট কেমন ছিলেন, কেমন ছিল
তাঁদের ব্যক্তিগত পারিবারিক জীবন, কীভাবে ধাবিত হয়েছে তাঁদের রাজনীতিক চিন্তা, প্রেসিডেন্টের ব্যক্তিক চিন্তা দলীয় ভাবনার সম্পর্ক, টানাপোড়েন, অভ্যন্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্টের ভূমিকা, বশ্বায়নিক দৃষ্টিভঙ্গি, ক্ষমতার পালাবদলে মার্কিন প্রশাসনের আদর্শিক পরিবর্তন এবং বিশ্বভাবনার অন্তর্নিহিত রূপ প্রতিক্রিয়া প্রভৃতি বিষয় নিয়েও গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টগণের শৈশবকাল, শিক্ষা, পারিবারিক ঐতিহ্য, জীবনের বৈচিত্র্যময় ঘটনা, সুনাম-দুর্নাম ইত্যাদি বিষয়কেও যথাপ্রয়োজেন বিধৃত করা হয়েছে। সহজ সরল ভাষায় আমেরিকার ৪৫ জন প্রেসিডেন্টের জীবনী নিয়ে পরিবেশিত বইটি পড়লে প্রতিষ্ঠার পর হতে এই পর্যন্ত আমেরিকার রাষ্ট্রনীতি, রাজনীতি, সামরিক গুরুত্ব, সমাজ ব্যবস্থা এবং বিশ^রাজনীতিতে আমেরিকার ভূমিকার স্বরূপ সম্পর্কে অনেক অজানা বিষয় জানা যাবে
বিসিএস-সহ যে কোনো প্রতিযোগতামূলক পরীক্ষার অংশগ্রহণকারীদের জন্য বইটি অত্যন্ত মূল্যবান সংগ্রহ হিসেবে বিবেচিত হবে। অধিকন্তু আন্তর্জাতিক সম্পর্ক আমেরিকা সম্পর্কে অভিজ্ঞান সঞ্চয়ে আগ্রহী ব্যক্তিবর্গ এবং গবেষকবৃন্দের কাছেও এটি একটি মূল্যবান সহায়কগ্রন্থ হিসেবে গুরুত্ব পাওয়ার দাবি রাখে। একই মলাটে আমেরিকার ৪৫ জন প্রেসিডেন্টর জীবনী বাংলা ভাষায় নানা বৈচিত্র্যময় তথ্যসহ জানার জন্য বইটির বিকল্প নেই। আশা করি বইটি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী, গবেষক, শিক্ষক এবং আগ্রহী সবার প্রয়োজন মেটাতে সক্ষম হবে।

বইটির প্রকাশক : শোভা প্রকাশ।
পাবেন অমর একুশে গ্রন্থমেলায় ১৮ নম্বর প্যাভিলিয়নে।

No comments:

Post a Comment